খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

সংঘর্ষের ঘটনা কূটনীতিকদের অবহিত করলো বিএনপি

গে‌জেট ডেস্ক

ঢাকার প্রবেশমুখে গত ২৯ জুলাই (শনিবার) ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের অনুসারীদের হামলার অভিযোগ এনে সেদিনের ঘটনাবলি ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।

বুধবার (২ আগস্ট) গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করা হয়। লিখিত ব্রিফ করেন বিএনপির ফরেন রিলেশন্স উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে দলের ফরেন উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৯ জুলাই শনিবার সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ আন্দোলনরত যুগপৎ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ংকর হামলার বিষয়টি আমরা কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছি।’

দলের ফরেন উইং সূত্র জানায়, বিএনপির ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের কোনও প্রতিনিধি এই ব্রিফিংয়ে ছিলেন না।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!