গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র্যাব- ৬ এর নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। পরে তিনি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।
এর আগে ্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন ভাটিয়াপাড়া পৌঁছাল গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফা , জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও র্যাবের পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে গার্ড অব আনার প্রদান করা হয়। ভাটিয়াপাড়া ক্যাম্প উদ্বোধন করে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, মুকসুদপুর সার্কেলের এএসপি কামরুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ বিএম শহিদ