যশোরে প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবলের ২০তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে যশোরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
এদিন সকালে প্রেসক্লাব যশোর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দনের সদস্য ও কর্মীরা শহরের কারবালায় শামছুর রহমানের কবর জিয়ারত করেন। সংগঠন ও পত্রিকাগুলোর পক্ষ থেকে কবরে পুষ্পার্ঘও অর্পণ করা হয়। পরে সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ওই সময় সাংবাদিকনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, নূর ইসলাম, মনোতোষ বসু, সাকিরুল কবীর রিটন, নূর ইমাম বাবুল, সাজেদ রহমান, মিলন রহমান, শহিদ জয়, মহিদুল ইসলাম মন্টু, শেখ দিনু আহমেদ, দেওয়ান মোর্শেদ আলম প্রমুখ।দিবসটি উপলক্ষে সাংবাদিকদের সংগঠনগুলো কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি করে।
উল্লেখ্য, ২০০০ সালের এই দিন সন্ধ্যায় নিজ অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দৈনিক জনকণ্ঠের তৎকালীন বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল।
খুলনা গেজেট/এনএম