যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে বৃহস্পতিবার সকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার রায়। সভাপতিত্ব করেন সুন্দলী বাজার কমিটির সভাপতি চিন্ময় রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেডঅব এজেন্ট ব্যাংকিং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মদন মোহন কর্মকার ও ডেপুটি হেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আশরাফুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই এমটিবির মোঃ মোবাশ্বীর হোসেন, হারুনুর রশিদ, এস ই এমটিবির হাবিবুর রহমান, সি.এস.ই এমটিবির মাসুদুর রহমান, সিনিয়র সহকারী জজ সুব্রত মল্লিক, ডাঃ তন্ময় বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন আ’লীগের সভাপতি অধীর কুমার পাড়ে, যুগ্ম-সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, ইউপি সদস্য প্রকাশ বিশ্বাস, সুনিল কুমার মন্ডল, তুষার কুমার বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি অনলাইনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম