Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আওয়াল (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে পুরাতন সাতক্ষীরার মুন্সিপাড়া এলাকার খোকনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, ছাত্রলীগ নেতা আওয়াল বাড়ি থেকে মোটরসাইকেলে নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দিকে যাচ্ছিলেন।

সদর উপজেলা পরিষদের সামনে যানজটে আটকা পড়েন তিনি। এসময় পিছন থেকে একটি পণ্যবাহী ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কায় দেয়।

এতে গুরুতর আহত আওয়ালকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন