Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সমাজের কান্না

মিজানুর রহমান তোতা

আমি বলছি না, ঘৃণায় বলতেও চাই না
এসব কী দেখছি, কী শুনছি?
লজ্জায় মাথা নত হয়,
ঘৃণাভরে সমাজ উচ্চকন্ঠে বলছে
আর কাঁদছে, কেঁদেই চলেছে
সমাজের কান্না থামছে না।

চোখেমুখে সোনালী স্বপ্ন নিয়ে ঘর করছিল মাদুলি
গভীর রাতে তুলে নিয়ে
পালাক্রমে নির্যাতন করলো
মাদুলি কখনো চিন্তাও করিনি এমন হবে
হায়েনার দল তাকে লন্ডভন্ড করবে
খাবলে খাবে, স্বপ্ন ভেঙে যাবে
জীবনভর চোখের সামনে ভেসে বেড়াবে ভয়েরস্মৃতি।

আমি বলছি না
বলছে সমাজ-
মাদুলি শুনেছিল হানাদারদের নির্যাতনের কথা
আদুলিকে তুলে নেওয়ার কাহিনী
বীরাঙ্গনা নাম নিয়ে দুঃখ-কষ্টে
তার কাটালো জীবন
হায়েনারা মাদুলির স্বপ্নসাধ ভেঙে করলো ধর্ষণ।

আমি কিন্তু বলছি না
বলছে সমাজ-
হানাদার বিতাড়িত হয়েছে
রয়ে গেছে হায়েনার দল
আদুলি মাদুলিরা অত্যাচারিত
কষ্ট ব্যাথা লাঘবের পথ খুঁজছে
সবাই নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে।

শুধু কী ধর্ষণ?
সমাজে অত্যাচার অনাচার বেড়েই চলেছে
সমাজের কর্ণধাররা খেলা দেখছে
কোন প্রতিকার নেই
বাদ-প্রতিবাদ নেই
লক্ষীপ্যাচার আদরের দুলালরা
অপকর্ম করলে পার পেয়ে যায়
গোবেচারারা হা-হুতাশ করে বেড়ায়।

আমি বলছি না, বলতে চাইনি
চারপাশের ঘটনা দেখে বলছে সমাজ-
যুগে যুগে একেক নামে একেকজন আবির্ভূত হয়
সমাজের যতো নষ্ট কারবার করে পার পেয়ে যায়
মোটা চিকন খাটো লম্বা কুলফি ঝুলফিরা
সমাজে দাপিয়ে বেড়াচ্ছে
প্রভাবশালীরা ছায়া দিচ্ছে।

সমাজ এসব দেখছে বিস্ময়ে
দায়বোধের তাড়া নেই,
সমাজপতিদের চোখ কালো কাপড়ে বাঁধা
দেখতে পারছে না, নেই অনুভূতিও।

এসব দেখেশুনে সমাজ কেঁদেই চলেছে-
ইতিহাসের গড়াপেটায় হতভাগ্যরা জেগে উঠবে
একদিন আদুলি মাদুলিরা রুখবে
পেশীশক্তির বাহুবল নামবে
হানাদারের মতো হায়েনারা ধরাশায়ী হবে
নপুংস সমাজপতিদের কাঠগড়ায় দাঁড় করাবে।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন