Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবির গণিত বিভাগের নতুন সভাপতি ড. আনিছুর রহমান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগে নতুন সভাপতি হিসেবে একই বিভাগের সিনিয়র সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানকে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ই সেপ্টেম্বর গণিত বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক আবুল কাওসারের মেয়াদ শেষ হয়। উক্ত বিভাগের সিনিয়র শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হল।

এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন