খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ

‘ভোট গ্রহণের সময় সংবাদ সংগ্রহের নীতিমালা জারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায়’

নিজস্ব প্রতিবেদক

ভোট গ্রহণের সময় সংবাদ সংগ্রহের যে নীতিমালা জারি করেছে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোঃ আব্দুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ভোট গ্রহণের সময় সংবাদ সংগ্রহে নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগুয়ান-৭১ এই সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ এবং ২০১৮ সালের দুটি জাতীয় নির্বাচনসহ এখন অবধি দেশের নানাপ্রান্তে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন নির্বাচন বিতর্কমুক্ত নয়, বরং সেসব নির্বাচনে ঘটে যাওয়া অনিয়ম, বিশৃঙ্খলা গণতন্ত্রকামী সংগঠন হিসেবে আগুয়ান-৭১ কে ব্যথিত করে। বিগত দিনগুলোর নির্বাচন দিবালোকের মতো প্রশ্নবিদ্ধ, বিতর্কিত, একতরফা হওয়ার ফলে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কমেছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় একটা বড় শ্রেণির ভোটার এখন ভোটকেন্দ্র বিমুখ।

এছাড়া সাংবাদিক মহলের ওপর নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া নীতিমালাটি বাতিল করা না হলে জনমনে ভোটদানে বিঘ্নতা সৃষ্টি হওয়ার শঙ্কা আরও বাড়তে থাকবে। একইসঙ্গে একটি বড় শ্রেণি নতুন করে ভোটকেন্দ্র বিমুখ হবে। যা অবশিষ্ট গণতন্ত্রটুকুর পথ বন্ধ করার শামিল। যার দায় সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন যদি নির্বাচনী মাঠের এসকল অপতৎপরতা নির্মূল করতে না পারে তবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ প্রশ্নবিদ্ধ হবে। এবং সন্দেহাতীতভাবে আস্থাহীনতার জন্ম দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আবারও কলঙ্কিত করবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যে কারণে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না সেটি যৌক্তিক। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। এ নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাই। আমাদের নির্বাচনে আসার আগ্রহ ছিল না। তবে তরুণ সমাজকে জাগ্রত করতে এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ। আমরা এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!