খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

খুলনায় বন্ধ থাকা হাইটেক পার্ক নির্মাণ কাজ আবার শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে খুলনায় হাইটেক পার্ক নির্মাণ কাজ আবার শুরু হচ্ছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুবরো এর ১২ সদস্যের একটি টিম সোমবার (২৫ নভেম্বর) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনের পর এ ঘোষণা দেন। এছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো লাগবে বলে জানান তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার রানা ধর এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার প্রসেনজিৎ মুখোপাধ্যায়সহ ১২ সদস্যের একটি টিম সোমবার দুপুর ১২টায় নগরীর পশ্চিম রূপসা এলাকায় হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করেন। তারা প্রকল্প এলাকায় থাকা মালামাল ও নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন।

ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার প্রসেনজিৎ মুখোপাধ্যায় জানান, আমরা প্রকল্প এলাকা ঘুরে দেখলাম। কাজ এখন পুরোপুরি বন্ধ থাকায় এখানে কোনো শ্রমিক নেই। শ্রমিক নিযুক্ত করাসহ সব কিছু গুছিয়ে নিচ্ছি। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে। তিনি জানান, প্রকল্পের মেয়াদ বাড়বে।

প্রজেক্ট ম্যানেজার রানা ধর জানান, সবাই জানে কাজ কেন বন্ধ হয়েছিল, আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভারতে চলে গিয়েছিল। আমাদের কোর টিম আবার চলে এসেছি। মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, আমরাও উদ্যোগ নিয়েছি, খুব দ্রুত কাজ শুরু হবে। তিনি বলেন, নিরাপত্তা জনিত কোনো সমস্যা নেই। কারণ এ পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো সমস্যা হয়নি, মনে হয় না কোনো অসুবিধা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নগরীর পশ্চিম রূপসা এলাকায় প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ৫৯ একর জমিতে হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে। সরকার পতনের পর গত ৫ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিরাপত্তা ইস্যুতে ভারতে চলে যায়। এছাড়া প্রকল্প এলাকায় থাকা শ্রমিকদের ছেড়ে দেয়া হয়। ওই দিন থেকে কাজ বন্ধ রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় রয়েছে স্টিল স্ট্রাকচারের ৭ তলা মাল্টিটেনেন্ট ভবন ও একটি সিনেপ্লেক্স ভবন নির্মাণ, বাউন্ডারি ওয়াল, গেট হাউজ ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা ও ওয়ার্কওয়ে, নলকূপ স্থাপন ও অভ্যন্তরীণ পানি সরবরাহ ও ইলেক্ট্রোমেকানিক্যাল কাজ। নির্মাণাধীন ৭ তলা ভবনের ৩ তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র ৩৬ শতাংশ। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক জানান, প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বৃদ্ধির জন্য প্রস্তাবনা পাঠানো রয়েছে। যা একনেকে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে আছে। প্রকল্প ব্যয় সামান্য বাড়তে পারে।

প্রকল্প পরিচালকের অফিস সূত্রে জানা গেছে, খুলনা হাইটেক পার্কে প্রতিবছর এক হাজার তরুণ-তরুণীকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!