বৃহস্পতিবার (এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলা বাজারে মুদি দোকান, হোটেল, কামার পট্টি, ফুটপাতের জায়গা দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকা, বেশি দামে বিক্রি এবং অবৈধ ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অভিযোগে ৮ জন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পরে ভ্রাম্যমান আদালত রেজিস্ট্রি অফিস দালালমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করেন।
এ অভিযান অব্যহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন।
খুলনা গেজেট/কেডি