চাঞ্চল্যকর আনছার শেখ হত্যাকান্ডের তিন সপ্তাহ অতিবাহিত হলেও কিলিং মিশনে অংশ নেওয়া দুর্বৃত্তরা এখনও কেউ ধরা পড়েনি। তবে খানজাহান আলী থানা পুলিশের ভাষ্য তদন্তে আশানুরূপ অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে সব কিছু বলা যাবে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন মাতব্বর খুলনা গেজেটকে বলেন, আনছার শেখ হত্যা মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যার মোটিভ উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। গত ২০ দিনে মামলার বেশ খানিকটা অগ্রগতি হয়েছে।
কিলিং মিশনে অংশ নেওয়া দুর্বৃত্তরা শনাক্ত হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে সব কিছু বলা যাবে না। তবে খুব দ্রুতই আপনাদের ভালো সংবাদ দিতে পারবো।
এদিকে মামলার এজাহারভুক্ত ২৩ আসামীর মধ্যে ২১ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এরমধ্যে ১৬ জন ৪ সপ্তাহের এবং ৫ জন ৬ সপ্তাহের জামিনে রয়েছে। ৪ জন জেল হাজতে রয়েছে। এরমধ্যে ২ জন এজাহারভূক্ত বাকী ২ জন সন্দেহভাজন।
প্রসঙ্গত : ২৪ মার্চ খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন দিঘলিয়ার বারাকপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আনছার শেখ। এ সময় তিনি লিন্ডা ক্লিনিকের পার্শবর্তী মসজিদুল আকসা জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পহেলা রমজানের দিন প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত আনছার শেখ বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। যার নামে দিঘলিয়া থানায় ৬ টি মামলা রয়েছে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বারাকপুর ইউপি’র চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৮৮ ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেনের কাছে হেরে যান। এ ছাড়া পরবর্তীতে সন্ত্রাসী হামলায় নিহত গাজী জাকির হোসেনের শূন্য হওয়া চেয়ারম্যান পদে ২০২২ সালের ২ নভেম্বর উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থীতা বাতিল হয়।
আনছার শেখ নিহত হওয়ার একদিন পর তার ছেলে তানভীর শেখ বারাকপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সাহাগীর হোসেন পাভেলকে প্রধান আসামি করে ২৩ জনকে এজাহারভূক্ত এবং অজ্ঞাত ৭/৮ কে আসামি করে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় আসামি করা হয় সন্ত্রাসী হামলায় নিহত গাজী জাকির হোসেনের বড় ছেলে গাজী আরাফাত হোসেন কাইফকে যিনি তাঁর পিতা হত্যা মামলার বাদী।
খুলনা গেজেট/ এসজেড