বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

মায়ায় ভরা এই পৃথিবী

দেলোয়ার হুসাইন

এই পৃথিবী মায়া ভরা
রং তামাসার খেলা
দেখতে দেখতে যায় ফুরিয়ে
জীবনের সুখময় বেলা।

মায়াজালে আমায় ফেলে
করলি আপন পর
দুই দিনেরই এই দুনিয়ায়
বানাই বাড়ি-ঘর।

আরাম-আয়েশ করব বলে
করছি গাড়ি-বাড়ি,
ভাবতে পারিনি একদিন
যাব সবই ছাড়ি।

বৃদ্ধ বেলা ভাবছি বসে
কোথায় যৌবন কাল?
কোথায় আমার ছেলেবেলা
এই কি আমার হাল!

মিছে আশায় পরের বাসায়
আমারই বসবাস
মাটি বলে ওরে বোকা
আমিই তোর আপন।

এই দুনিয়ায় আসার কারণ
সবাই মিলে করি স্মরণ,
মরার আগে মরে
ওহীর পথ ধরে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন