খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পড়ালেখা ও খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলায় জয় পরাজয় বিষয় নয়, অংশগ্রহণই প্রধান বিষয়।
মেয়র সোমবার বিকালে খুলনা রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তালুকদার আব্দুল খালেক একাডেমি ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিটি মেয়র বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছে। চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ডেন্টাল কলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া এই সরকারের আমলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বেসরকারি তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে।
রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ নাঈম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মোঃ মোসলেম উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ শিহাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল।
উল্লেখ্য, ছয়তলা বিশিষ্ট রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তালুকদার আব্দুল খালেক একাডেমি ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় চার কোটি টাকা।
খুলনা গেজেট/ এসজেড