শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

দেশে করোনায় মৃতের সংখ্যা ৫৩০০ ছাড়ালো, শনাক্ত ১৩৯৬

গেজেট ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩০৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৩৯৬ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৯ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন