খুলনায় পুলিশ-চিকিৎসক দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সরকার তথা প্রশাসনের উদ্যোগী ভূমিকা পালনের আহবান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষে সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এক যুক্ত বিবৃতিতে বলেন, পুলিশ তথা রোগীর লোকের চিকিৎসকের উপর হামলা। পাল্টাপাল্টি অভিযোগ, মামলা। চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় একের পর এক রোগীর মৃত্যু, মূমূর্ষ রোগীদের আর্তনাদ, চিকিৎসা প্রত্যাশীদের ভোগান্তি। যা কারোই কাম্য নয়। উভয় পক্ষের মর্যাদা-শক্তি পরীক্ষার লড়াইয়ের ঘৃণ্য শিকার হচ্ছেন জনগন। অথচ তাদের সকলের বেতন-ভাতা-বিলাসী জীবনের উৎস এই জনগনই। প্রয়োজন চিকিৎসকের বিরুদ্ধে রোগীর লোক তথা ভিকটিম নারীর উত্থাপিত অভিযোগের সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত। চিকিৎসকের উপর হামলা বা হামলার অভিযোগ আইন হাতে তুলে নেওয়ার শামিল কিনা সেটাও বিবেচনায় নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। সর্বোপরী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বে-আইনী, অনৈতিক কাজের জেড় ধরে পরবর্তী স্বেচ্ছাচারী ভূমিকার কারনে সমগ্র জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে হবে।
বিবৃতিতে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা অপরাধী হলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। কিন্তু জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।