সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তত্ত্বাবধায়ক নয়, সংবিধানের আওতায় বিকল্প খুঁজুন : বিএনপিকে কাদের

গেজেট ডেস্ক

তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধানে নির্বাচনকালীন সরকার নিয়ে অন্য কোনো বিকল্প থাকলে তা খোঁজার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় প্রেসক্লাবে ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রোববার তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনা কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানে অন্যপথ থাকলে তা বিএনপি খুঁজে বের করুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এগুলোর বিএনপির মিথ্যাচারের গল্প। তারা ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন