খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অভ্যস্থ করতে হবে। তিনি বলেন, খেলাধুলাসহ সকল ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। সাফ ফুটবলে মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে মেয়েরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে।
সিটি মেয়র আজ শনিবার দুপুরে নগরীর সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা জেসমিন বিথি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মন্ডল। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাম্মত মাহমুদা খাতুন। অন্যান্যের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।