বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষি ও কৃষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ-দুর্বিপাকে কৃষি আমাদের একমাত্র ভরসা। অথচ বাংলাদেশের কৃষক আজ সবচেয়ে বঞ্চিত, অবহেলিত। অন্যদিকে শ্রমিকরা কর্মচ্যূত হয়ে দিশেহারা। বেঁচে থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এ দুর্বিসহ পরিস্থিতিতে কৃষক-শ্রমিকদের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেবারমত তেমন নির্ভীক সাহসী নেতা খুবই অভাব। এ সময় দরকার কমরেড অমল সেনের মতন দৃঢ়চেতা সংগ্রামী আত্মত্যাগী নেতা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশের ওয়ার্কার্স পাটির খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে পার্টির কার্যালয়ে সন্ধ্যা ৬টায় আয়োজিত উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিকৃত, তেভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন বিপ্লবী বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ২০তম স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
পার্টির খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড নারায়ণ সাহা, সদস্য কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড জগদীশ চন্দ্র ম-ল, যুবনেতা মৃত্যুঞ্জয় সরদার, মীর মানিক প্রমুখ নেতৃবৃন্দ।