Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে প্রচারণায় একটি চক্র : থানায় জিডি

কচুয়া প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করে মানুষের ব্যাক্তিগত ও পরিবারের সম্মান ক্ষুন্ন করতে তৎপরতা চালাচ্ছে একটি প্রতারক চক্র। ওই চক্রটির চাহিদা পুরণ করতে না পারায় এধরনের অবৈধ কাজে লিপ্ত রয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এ নিয়ে কচুয়া থানায় এক ভুক্তভোগী কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত শেখ আবুল হাসেমের ছেলে শেখ মোয়াজ্জেম হোসেন সাইদ সাধারন ডায়েরী করেছেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, ‘এ অপরাধের সাথে যে সকল ব্যাক্তি জড়িত তাদেরকে সনাক্ত করা হচ্ছে। কোন কোন ডিভাইস ব্যবহার করে এ ধরনের প্রচারনা চালানো হচ্ছে তা খুজে বের করে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন