দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা (৬৬) আর নেই। রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২০ ডিসেম্বর তাঁর পিতা অনীল কুমার সাহা বার্ধক্যজনিত কারণে মারা যান।
অরুণ সাহার পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অরুণ সাহা বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিক তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারিরীক অবস্থার আরও অবনতি হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত সাংবাদিক অরুন সাহা’র প্রতি শেষশ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁর শেষ কর্মস্থল পূর্বাঞ্চলে রাখা হবে। এছাড়া সাংবাদিক ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বরে তাঁর মরদেহ রাখা হবে। এরপর ধর্মসভা মন্দির হয়ে রূপসা মহাশ্মশানে নিয়ে তাঁর মরদেহের শেষকৃত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অরুণ সাহা ১৯৬২ সালের ৫ ডিসেম্বর নড়াইলের অনিল কুমার সাহা ও নিভা রানী সাহার গৃহে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহার মৃত্যুতে খুলনা গেজেট পরিবার গভীরভাবে শোকাহত। সম্পাদক মোঃ মাহমুদ আহসান এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিকের পরকালীন শান্তি কামনা করেছেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু।
সাংবাদিক অরুণ কুমার সাহার মৃত্যুতে গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, উপদেষ্টা গোপী কিষণ মুন্ধড়া, প্রশান্ত কুমার রায়, প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, প্রফেসর কার্ত্তিক চন্দ্র ম-ল, শ্যামল কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি ডাঃ এস কে বল্লভ, এ্যাড. অলোকানন্দা দাস, প্রকৌশলী পরিমল দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, ডাঃ উৎপল কুমার চন্দ, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, সাংবাদিক অমিয় কান্তি পাল, এড. বীরেন্দ্র নাথ সাহা, এড. বিজন কৃষ্ণ ম-ল, এড. আনন্দ ঘোষ, এড. উল্লাস কর বৈরাগী, সাংবাদিক প্রবীর বিশ্বাস, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, গৌরাঙ্গ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শিবনাথ ভক্ত শিবু, বীর মুক্তিযোদ্ধা নিখিল কুমার বিশ্বাস, স্বপন সাহা, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সুব্রত হালদার তপা, তাপস সাহা, তরুণ রায় শিবু, অনিমেশ কান্তি নন্দী, সুরেশ চক্রবর্ত্তী, অঞ্জন দে, প্রদীপ সাহা মদন, মহাদেব সাহা, সুজিত কুমার মজুমদার, গৌতম কু-ু, পঙ্কজ দত্ত, বিদ্যুৎ দাস, স্বপন রায়, ভবেশ সাহা, দীপক দত্ত, ভোলানাথ দত্ত, শরৎ কুমার মুন্ধড়া, উপাধ্যক্ষ দেবদাস ম-ল, কাঞ্চন বোস, প্রকৌশলী বাবুল কুমার দেবনাথ, প্রকৌশলী দেবতোষ কুমার দাস, সুবর্ণ সাহা, প্রণব রায়চৌধুরী, রথীন্দ্র নাথ সরকার, বাসুদেব কর্মকার, শঙ্কর পোদ্দার, প্রসিত সাহা, অলোক দে, রূপন দে, সাধন ঘোষ, মিণ্টু সাহা, বিশ্বজিৎ সাহা, অশোক কুমার ঘোষ, রাজদ্বীপ ঘোষ, অলোকা রানী দাস, প্রমীলা রায়, ইন্দ্রজিৎ কু-ু গোপাল, স্বপন চক্রবর্ত্তী, সুশান্ত ব্যানার্জী, শ্যামসুন্দর হালদার, সত্যপ্রিয় সোম বলাই, বাবু শীল, রবীন দাস, সুশীল দাস, দুলাল সরকার, নারায়ণ দাস, মহানগর আওতাধীন ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমেÑবিকাশ কুমার সাহা ও বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র ও রাম চন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস ও দীপক দত্ত, তিলক কুমার গোস্বামী ও প্রকাশ অধিকারী, দুলাল সরকার ও সুভাষ দত্ত, ডাঃ শেখর চন্দ্র পাল ও পার্থ রায়, মনোজ কান্তি রায় ও রঞ্জন রায়, আশিষ কবিরাজ ও দেবদাস মন্ডল প্রমুখ।
অরুন সাহার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আরো সমবেদনা জানিয়েছেন খুলনা রিপোর্টাস ইউনিটির (কেআরইউ) নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, কেআরইউ এর আহবায়ক গৌরাঙ্গ নন্দী ও সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলু। কেআরইউ এর উপদেষ্ট আবু তৈয়াব, দিদালুল আলম। অন্যান্য সদস্যরা হলেন, এনামুল হক, আমীরুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান, সুমন্ত চক্রবর্ত্তী, রকিবুল ইসলাম মতি।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, জেড এ মাহমুদ ডন, মিজানুর রহমান বাবু, এ্যাড. কুদরত-ই-খুদা, অধ্যাপক মোঃ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিয়ার রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, শেখ হাসান ইফতেখার চালু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, মহিলা সম্পাদক রসু আক্তার, দপ্তর সম্পাদক নুরুজ্জামান খান বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, আইন বিষয়ক সম্পাদক এড. লুৎফর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক আযম খান, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়ম-, কৃষি সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম, বাণিজ্য সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, লাইব্রেরী সম্পাদক মল্লিক মাসুদ করিম, নির্বাহী সদস্য রকিব উদ্দিন ফারাজী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মুশারেফ হোসেন, আলী আকবর টিপু, আনিছুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ রেহেনা আক্তার, এস এম আকতার উদ্দিন পান্নু, শেখ আব্দুস সালাম, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, কামরুল করিম বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ।
শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল ও নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসান সহ নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/ এসজেড