খুলনায় প্রথমবারের মতো শুরু হয়েছে ৫ দিন ব্যাপী ইসলামী বই মেলা। বুধবার বিকাল সাড়ে ৪টায় নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে বইমেলার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের সচিব মো. আজমুল হক।
আগামী ২৫ ডিসেম্বর রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি এই মেলার আয়োজক।
আয়োজকরা জানান, দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন আছর থেকে মাগরিব পর্যন্ত মেলায় শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এছাড়া মাগরিবের পরে অনুষ্ঠিত হবে ইসলামী সঙ্গীত। মেলায় দেশের ইসলামী বইয়ের লেখকদের নিয়ে পৃথক মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।