Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি: গয়েশ্বর

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের পদত্যাগের সময় হয়ে গেছে। যেতে না চাইলেও তাকে যেতে হবে। যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে সরকারের পদত্যাগে সহযোগিতা করবে বিএনপি। অন্যথায় সরকারকে পদত্যাগ করানোর জন্য সব পদক্ষেপ নেয়া হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের সময় শেষ হয়ে আসছে। নিজ ইচ্ছায় পদত্যাগ করলে হয়তো জনগণ ক্ষমা করে দিতে পারে। অন্যথায় পরিণত ভালো হবে না। জনগণ আপনাদের ছাড়বে না।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান গয়েশ্বর।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন