খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
খানজাহান আলী থানা আ’লীগের বর্ধিত সভায় খালেক

পিছিয়ে পড়া আদর্শবান নেতা কর্মীদের সামনের সারিতে নিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, দলের পিছিয়ে পড়া আদর্শবান নেতা কর্মীদের সামনের সারিতে নিয়ে আসতে হবে। বিতর্কিত ব্যাক্তি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, দুর্নীতিপরায়ণ ব্যক্তি ও অনুপ্রবেশকারীদের দলে রাখা যাবে না। দল করতে হলে বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবায় কাজ করতে হবে। স্বজনপ্রীতি বা নিজের লোক এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। যোগ্য ব্যাক্তিদের আগামীদিনের নেতৃত্বে এনে মূল্যায়ন করতে হবে। বিকাল চারটায় আই আর আই অডিটোরিয়ামে খান জাহান আলী থানার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, বর্তমান এই মাহমারীর সময়ে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্যকরে মানবতার সেবায় নিয়োজিত হননি তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। ঘরে বসে দলের পদ দখল করে রাখা যাবে না। সততা ও ন্যায়ের সাথে আর্ত মানবতার সেবায় নিয়োজিত নেতা কর্মীদেরই মূল্যায়ন করা হবে। এলাকার মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরই নেতৃত্বে আনা হবে। যাদের দেখে সাধারণ মানুষ রাজনীতিতে আগ্রহী হবে।

খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শেখ ইউনুস আলী, শ ম রেজাওয়ান, শেখ ফারুক হাসান হিটলু, আব্দুর রউফ খান, সোলায়মান মুন্সি, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ ফজলুল হক, দুলাল চন্দ্র সরকার, আব্দুর রউফ খোকন, মাষ্টার মনিরুল ইসলাম, ০২নং ওয়ার্ড এর কাউন্সিলর সাইফুল ইসলাম, মোল্লা মুজিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম লিটু, আব্দুল জলিল হাওলাদার, শেখ মনিরুল ইসলাম, এস এ শহীদ, মেহেদী হাসান, সেলিম রেজা, সাউদুর রহমান, সুরুজ্জামান হানিফ, কাজী জাকারিয়া রিপন, শেখ কামাল আহমেদ, বেগ আনিসুর রহমান, শেখ আব্বাস উদ্দিন, শেখ জাকির হোসেন, শাহাজাহান হাওলাদার, শহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান চঞ্চল, শেখ মঈনুল হক মিঠু, কালেমুর রহমান, হানিফ সরদার, খান হাফিজুর রহমান, ইকবাল হোসেন, কেসমত আলী, আব্দুল হক, খ ম লিয়াকত, মনিরুজ্জামান মুকুল, লিয়াকত মুন্সি, আবুল কালাম আজাদ, বাবুল হোসেন, খান মুস্তাক, আজিজুর রহমান পল্টু, মুকুন্দ বিহারী, শেখ জাহাঙ্গীর হোসেন, মোড়ল হাবিবুর রহমান, মাষ্টার মনিরুল মন্ডল, মুন্না কামরুল ইসলাম, বিজয় কুমার দত্ত, রিপন ফকির, আম্বিয়া বেগম, বজলুল আলম, এস এম জাহিদুল রহমান খোকন প্রমূখ।

সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল ওয়ার্ডের খসড়া কমিটি থানা ও মহানগর দপ্তর সেলে জমা দেবার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ওয়ার্ড ও থানায় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!