খুলনা পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন এ+ পেয়েছে নাহিন গাজী উৎস। সময়ের খবরের সিনিয়র ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জল ও আনোয়ারা রহমান উর্মির জেষ্ঠ্যপুত্র সে। সফলতার এ ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে উৎস স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ মেলেটারি একাডেমিতে ভর্তি হয়ে সেনা কর্মকর্তা হতে চায়। তাতে যদি সুযোগ না হয় তাহলে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় মেধাবী ছাত্র উৎস। দুনিয়া ও আখিরাতে সুসম্মানিত হতে সকলের দোয়া প্রার্থনা করেছে সে।
অনুভূতি প্রকাশের শুরুতেই নাহিন গাজী উৎস মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ শুকরিয়া আদায় করে তার এ সাফল্যের জন্যে মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বাসায় বুঝে পড়াশুনার করতে বিশেষ সহযোগিতা করায় কুয়েটের শেষবর্ষের শিক্ষার্থী নাহিদুল সাগর ও হাসিবুল ইসলামের প্রশংসা করে উৎস। অবসরে মানবসেবায় নানামুখী কর্মকান্ড পরিচালনা করাই তার একমাত্র শখ। গণিত ও ইংরেজিতে গভীর ভালবাসা রয়েছে তার। একমাত্র (ছোট) ভাই) মোঃ উমায়ের গাজীকেও মেধাবী করে তুলতে এখনি বুঝে পড়ার পরামর্শ দেয় সময় পেলেই। ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের সেবায় আত্মনিয়োগ করতে সকলের দোয়া চেয়েছে নাহিন গাজী উৎস।