শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বিএনপির সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে: কাদের

গেজেট ডেস্ক

বিএনপির সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসা। কিন্তু তারা সরকারকে সহযোগিতা না করে, সরকার পতন আন্দোলনে নেমেছে। বিএনপির এই সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।

রোববার সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র এক চাকার গাড়ি না। সরকারের পাশাপাশি বিরোধীদল যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে শুধুমাত্র সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করে লাভ নেই। গণতন্ত্র বিকাশে বিরোধীদলের সহযোগিতা প্রয়োজন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন