বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে খুলনা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার অনুষ্ঠান করে এসব ফোন মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, হারানোর ঘটনায় মালিকরা বিভিন্ন সময় সদর থানায় জিডি করেছিলেন। সেই জিডির তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, জিডিতে হারিয়ে যাওয়ার কথাই উল্লেখ থাকে। চুরি হলেও মানুষ মামলা না করে হারিয়ে যাওয়ার জিডি করেন। এজন্যই হারিয়ে যাওয়া ফোন হিসেবে উল্লেখ করা হয়েছে।
সদর থানায় ফোন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, সহকারী কমিশনার (খুলনা জোন) এস এম বায়জীদ ইবনে আকবর এবং খুলনা থানার ওসি হাসান আল-মামুন প্রমুখ।