চির নিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত শ্রমিক নেতা ও ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ হামিদ সরদার। শুক্রবার বাদ জুম্মা মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মশিয়ালী সরদার বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
তার জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার সকালে মরহুম আঃ হামিদ সরদারের বাসভবনে যান খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র এমপি। এসময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
জানাজার পূর্বে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী স্থানীয় রাজনীতির বটবৃক্ষ খ্যাত হামিদ সরদারের প্রস্থানে ফুটে উঠে অকৃত্রিম ভালবাসা। মশিয়ালী, ইর্ষ্টানগেট , পথের বাজার , আফিলগেট সহ আশপাশের এলাকার দোকানপাট বন্ধ করে হাজার হাজার মানুষ ছুটে আসে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে। শোকে আচ্ছন্ন হয়ে পড়েন দল-মত নির্বিশেষে হাজারো জনতা। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুম আঃ হামিদ সরদারের ছোট পুত্র হাফেজ মোঃ সৈকত ।
জানাজায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান,আওয়ামীলীগ নেতা বিএম সালাম, ফারুক হোসেন, নগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ,ফারুক হোসেন হিটলু, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আঃ কাশেম, মোঃ সালাম , বীর মুক্তিযোদ্ধা স.ম. রেজওয়ান আলী, খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারন সম্পাদক মোড়ল হাবিবুর রহমান , ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন , ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমান , সাধারন সম্পাদক শেখ আঃ হক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী, বেগ আঃ রাজ্জাক নাজ, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এটিএম গাউসুল আযম হাদী, মুন্সি মইনুল ইসলাম , মোঃ মামুন ,ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন, ইউসুফ আলী খলিফা, মাষ্টার মনিরুল ইসলাম, ইউপি সদস্য গোলাম জিলানী মুন, বক্তিয়ার পারভেজ, নবিরুল ইসলাম রাজা, এস এম রাসেল, খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোড়ল আনিছুর রহমান, সৈয়দ জাকির হোসেন, মাষ্টার মনিরুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর , কাজী মিজানুর রহমান, শরিফ ওবায়দুর রহমান চয়ন, এস এম ইলিয়াস হোসেন, জাহাঙ্গির হোসেন খোকা, ছাত্রলীগ নেতা খান মোসাদ্দেক হোসেন ইমন, পথের বাজার বনিক সমিতির সভাপতি ইকতিয়ার হোসেন মওলা, সাধারন সম্পাদক খান মফিজুর রহমান, ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির সভাপতি আঃ সালাম গাজী, সাধারন সম্পাদক রওশন সরদার, খান রিয়াজুল ইসলাম রাজা, শেখ তরিকুল ইসলাম, কুষকলীগ নেতা মফিজুর রহমান, রেজওয়ান আকজ্ঞী রাজা, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিট”র সভাপতি শেখ বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন, হাফেজ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন রাজনীতি অঙ্গনের নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
এরআগে পিতার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার বড় ছেলে খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সরদার বোরহান উদ্দিন সজিব। এদিকে, বর্ষিয়ান রাজনীতিক, ও শ্রমিক নেতা আঃ হামিদ সরদারের মৃত্যুতে শোক জ্ঞাপন অব্যাহত রয়েছে।
শ্রমিক নেতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো এসব শোক বিবৃতিতে তার রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আঃ হামিদ সরদার ৩ নভেম্বর সন্ধা সাড়ে ৬ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।