প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খুলনা থেকে এস এম ইকবাল হোসেন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতারক এস এম ইকবাল হোসেন ঢাকায় থেকে এক ব্যবসায়ীকে অল্প মূলধনে অধিক লাভবান হওয়াসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ সুবিধা দেখিয়ে আসছিল ৷ প্রতারক ভূক্তভোগী ব্যবসায়ীকে পাওয়ার প্লান্টের ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার কথা বলে তার নিকট হতে বিভিন্ন সময় একাধিক স্থানে বসে প্রতারণার মাধ্যমে মোট ৪ কোটি ৪৭ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে প্রতারক ঢাকা থেকে খুলনায় এসে আত্মগোপন করে৷
ভুক্তভোগী প্রতারকের নিকট আত্মসাৎকৃত টাকা ফেরত চাইলে সে বিভিন্ন বাহানা দেখিয়ে সময় ক্ষেপন করে। পরবর্তীতে প্রতারক ভুক্তভোগীকে টাকা দিবেনা বলে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদান করে। এ সংক্রান্তে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর ডিএমপির বাড্ডা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন ৷
বিষয়টি র্যাব-৬ জানতে পেরে ওই মামলার আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার আসামী এস এম ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে।তাকে ডিএমপি ঢাকার বাড্ডা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন৷