শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ইসলাম ও দেশ বিরোধীদের সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

আজ ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত গোয়ালখালী মাদ্রাসায় দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও দেশ বিরোধীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ইসলামি শিক্ষাকে সংকোচন করে আগামী প্রজন্ম কে নাস্তিক্যবাদী ও সেকুলার বানানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আইম্মা পরিষদ কে দেশের সর্ববৃহৎ ওলামা মশায়েখদের সংগঠনে পরিণত করতে সকলকে দাওয়াত কাজকে বেগবান করতে হবে।

মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে মুফতী আব্দুর রহমান মিয়াজি ও মুফতী শেখ আমীরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী আমানুল্লাহ, হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব, মাওলানা মেসবাহউদ্দিন, মুফতী আব্দুর শাকুর, মুফতী আব্দুর রহিম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মাহবুব আলম, মুফতী আলী আহমাদ, মুফতী আবু সালেহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইকবাল মাহমুদ, মুফতী এবাদুর রহমান, মুফতী ইমরান হুসাইন, মুফতী আজিজুল হক, মাওলানা শরিফুল ইসলাম সহ থানা ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন