খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অসহায় ও অস্বচ্ছল প্রবীণ নাগরিকদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সেবার মানসিকতা নিয়ে বিত্তবানরা এগিয়ে আসলে এ সমাজ দরদী সমাজের পরিণত হবে। তিনি বলেন, বর্তমান সরকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীণ ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সেবা করে যাচ্ছে। প্রবীণরা এর দ্বারা বিশেষভাবে উপকৃত হচ্ছে।
সিটি মেয়র আজ শুক্রবার বিকেলে নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রবীণ বান্ধব সংঘ-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি এস এম শাহনেওয়াজ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশিষ্ট প্রবীণ নাগরিক হিসেবে সাবেক সংসদ সদস্য ও খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাড. এনায়েত আলী শিক্ষাবিদ অধ্যাপক মো: জাফর ইমাম ও কেসিসি’র সাবেক মেয়র মো: মনিরুজ্জামান’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকালে শহীদ হাদিস পার্ক থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে প্রবীণ ব্যক্তিদের অংশগ্রহণের একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সন্ধ্যায় নাটক মঞ্চায়ন করা হয়।