খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছায়া নেমেছে : ইউনুস আহমাদ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ১৫ দফা দাবিতে খুলনায় সমাবেশ চলছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নুর চত্বরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন দলের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা করবেন দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

বিশেষ অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছায়া নেমেছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারে এ দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদকের কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাশ্ববর্তী রাষ্ট্রকে যা যা করতে। যেন তেন নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। নির্বাচনে যাবো কি যাবো না তখন ভেবে দেখবো। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে ৩০০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিবে। ইসলামী আন্দোলন কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তসলিম হোসেন শিকদার, পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মনিরুল হাসান, নেতা মাওলানা সোয়াইব হোসেন, মুফতি রবিউল ইসলাম রাফি, শ্রমিক আন্দোলনের নেতা মাহাবুবুল আলম, গাজী মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. মাইনুদ্দিন, ছাত্রনেতা এনামুল হাসান সাইদ, মো. আব্দুল্লাহ আল মামুন ও ফরহাদ।

সমাবেশ পরিচালনা করেন নগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন ও জেলা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গালিব।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!