খুলনার দিঘলিয়া উপজেলাধীন মোড়ল মার্কেট থেকে ফুলবাড়িগেট খেয়াঘাট পর্যন্ত ড্রেনটি খুবই গুরুত্বপূর্ণ। এলাকার পানি নিষ্কাশনের জন্য এটিই একমাত্র ড্রেন। ড্রেনটি ভৈরব নদীর সঙ্গে সংযুক্ত।
অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-৩ (IRIDP-3) এর আওতায় গত বছরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ড্রেনটি নির্মিত হয়। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে অতি বর্ষণের ফলে এবং ড্রেনের উত্তর পার্শ্বের ভূমি উঁচু হওয়ার কারণে অতিরিক্ত পানি এবং মাটির চাপে ড্রেনটির ১২০ ফুট ইটের গাথুনির ওয়াল ধসে পড়ে। ফলশ্রুতিতে এলাকার পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু তারেক সাইফুল কামালের সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, মোড়ল মার্কেট থেকে ফুলবাড়িগেট খেয়াঘাট পর্যন্ত ড্রেনের ১২০ ফুট ওয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে আমরা বিষয়টি জেনেছি। আমাদের একজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরজমিনে পরিদর্শন করেছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে অতি বর্ষণ এবং মাটির চাপে ওয়ালটি ধসে পড়েছে। যত দ্রুত সম্ভব ড্রেনটি আমরা মেরামতের ব্যবস্থা করব ইনশাল্লাহ। একদিকে এলাকাবাসি প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ এ ড্রেনটি দ্রুত ও মেরামতের জোর দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/ টি আই