খুব কষ্ট করে পড়াশোনা করছি। বাবা দিন মজুর। যা আয় হয় তা দিয়ে কোনরকমে আমাদের সংসার চলে। আমার আরও দু’জন ভাই বোন আছে তারাও পড়াশুনা করে। আমাদের পড়াশোনার খরচ চালাতে মানুষের সহযোগিতা নিতে হয়। স্কুলে হেটে যেতে আধা ঘন্টারও বেশি সময় লাগে। আমার অনেক বান্ধবী স্কুলে সাইকেল চালিয়ে যায়। আমি তাদের সাইকেল নিয়ে চালানো শিখেছি। বহুদিন ধরে একটা বাই সাইকেল কেনার শখ ছিলো। কিন্তু সাধ্য নেই। আজ অনিতা মুন্ডা সাইকেল পেয়ে আনন্দে উত্তফুল্ল হয়ে এভাবে বলছিলেন। ৭ম শ্রেণির শিক্ষার্থী অনিতা কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামের মুন্ডা পাড়ার বাসিন্দা।
সাইকেল পেয়ে আবেগাপ্লুত ক্ষুদ্র-নৃতাত্ত্বিক শিক্ষার্থী সুসমিতা মন্ডা বলেন, দরিদ্র পরিবারে জন্ম আমার। সদস্য সংখ্যা অনেক। অনেক কষ্টে পড়াশোনা চালাচ্ছি। যে দিন বাবা টাকা দিতে পারে সে দিন ভ্যানে উঠে কলেজে আসি টাকা না দিতে পারলে পায়ে হেঁটে কলেজে আসতে হয়। ইচ্ছে থাকলেও কখনো বাবাকে বলতে পারেনি একটা সাইকেল কিনে দেওয়ার কথা। আমার বান্ধবীরা সাইকেল চড়ে কলেজে আসে। আজ আমার একটা সাইকেল দিয়েছে এখন থেকে প্রতিদিন সাইকেল চড়ে কলেজে আসতে পারবো।
প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ থেকে কয়রা উপজেলার ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে আজ বুধবার দুপুরে বাইসাইকেল বিতরণ করা হয়। বাই সাইকেল পেয়ে আবেগে আপ্লুত হয়ে উপরোক্ত কথাগুলো বলেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাই সাইকেল প্রদান ও দারিদ্র্য শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করেন কয়রা পাইকগাছ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা পরিষদ চত্তরে বাই সাইকেল প্রদান ও উপজেলা হল রুমে দারিদ্র্য শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান।
কয়রা উপজেলা ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ থেকে কয়রা উপজেলার ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক ১৫ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৬শ’ টাকা করে, মাধ্যমিক ৩০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক ৬০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৪ শ’ টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ সানা, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাছিমা আলম, কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ, মহেশ্বরীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহা নেওয়াজ শিকারি, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুর সামাদ গাজী, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়ায়ুর রহমান জুয়েল, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান নূর ইসলাম সরদার, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল।