শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মঞ্চ প্রস্তুত, চল‌ছে দেশত্মা‌বোধক গান

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় গণসমাবেশের মঞ্চ প্রস্তু‌তের কাজ সম্পন্ন হ‌য়ে‌ছে। সেখান থে‌কে গান পরিবেশন করছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

শনিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১১টায়। খুলনা বিভাগীয় জাসাসের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিভাগীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দলীয় সঙ্গীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। চল‌ছে দেশত্মা‌বোধক গান।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলে‌ছেন, একটা সমাবেশকে কেন্দ্র করে সরকার এবং পুলিশের এমন তাণ্ডব খুলনাবাসী কখনো দেখিনি। পথে-পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আটক করা হচ্ছে। ট্রেনে যারা সমাবেশে এসেছে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এভাবে সমাবেশ ঠেকানো যাবে না। শত বাধা উপেক্ষা করে সমাবেশের এক দিন আগেই নেতাকর্মীরা খুলনায় প্রবেশ করেছে। দূর-দূরান্ত থেকে আজও আসছে। ইতোমধ্যে কেন্দ্রীয় প্রায় সব নেতা খুলনায় পৌঁছেছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে সিকিউরিটি ক্যামেরা বসানো হয়ে‌ছে। এছাড়া সমাবেশের সময় ড্রোন ক্যামেরায় নজরদারি থাকবে। পাশাপাশি সমাবেশের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন