খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬
বিভাগীয় গণসমাবেশ সফলে প্রস্ততি সভা

বিএনপি কর্মসূচি বানচালে চক্রান্ত হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক 

১৪ বছরের অপশাসন, দুঃশাসন ও লুটপাটের অর্থনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে অভিযোগ করে শফিকুল আলম মনা বলেছেন, নিষ্পেষিত মানুষ বিএনপির ডাকা কর্মসূচিতে রাজপথে নেমে আসতে শুরু করেছে। যে কোন মূল্য ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ নেই। কর্মসূচিতে বাঁধা দেয়া হলে সেখানেই কঠোর জবাব দেয়া হবে। বাঁশের লাঠির আগায় জাতীয় পতাকা বেঁধে কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে আসবেন। তাদের আসা যাওয়ার পথের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

২২ অক্টোবর নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচি সফল করতে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।

রবিবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর ২ নং ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়ন বিএনপির এবং বাদ মাগরিব আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু। বিশেষ অথিতি ছিলেন যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান পিয়ারু, শ্রমিক দল সভাপতি শেখ মুজিবুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, আলমগীর হোসেন, এমদাদুল হক, ইকবাল হোসেন মিজান, এনামুল হক ডায়মন্ড,গাজী মনতাজুর রহমান, ফকির রবিউল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, মোঃ মোসলেম, হেলাল শরীফ মীর মনিরুল ইসলাম, শাহ্আলম সিকদার, শওকত হোসেন, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, নজরুল সরদার, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, মুক্তার হোসেন বিশ্বাস জাকারিয়া মাহমুদ পিটু, ফরহাদ হোসেন আনোয়ার হোসেন, মিম সাগর, আজমল হোসেন, সোহাগ মোল্লা, জাকির হোসেন, মনির হোসেন, জুয়েল, চয়ন শরীফ, আবুল কালাম হিট্টু, সৌরভ হোসেন, মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেন, বিপ্লব, বেল্লাল হোসেন, সোহেল, সবুজ বিশ্বাস, বাচ্চু নাসির উদ্দিন, সেলিম হোসেন, লিমন মোল্লা, ইউনুস হোসেন, পিয়ার আলী, এমদাদ মোড়ল প্রমুখ। কর্মী সভা শেষে স্থানীয় ফুলবাড়িগেট ও শিরোমনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

জেলা বিএনপি : রবিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা জেলা বিএনপির জরুরি সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, এসএ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল, সদস্য খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আজগর আলী, মোল্লা এনামুল কবির, মোঃ হাফিজুর রহমান, মোঃ আনিছুর রহমান, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আবদুল মালেক, মনির হাসান টিটু, হাবিবুর রহমান রিটু, গাজী আবদুল হালিম, দিদারুল হোসেন, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা, খান ইসমাঈল হোসেন ও ছাত্রদলের গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।

জাতীয়তাবাদী মহিলা দল: মহিলা দল মহানগর শাখার প্রস্ততি সভা শনিবার বিকেলে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজিজা খানম এলিজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সাধারণ সম্পাদক অ্যাডভোকে কানিজ ফাতেমা আমিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপিা যুগ্ম আহবায়ক শেখ সাদী, নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। বক্তব্য রাখেন আনজিরা খাতুন, শামসুন্নাহার লিপি, শাহনাজ সরোয়ার, সালমা বেগম, রোকেয়া ফারুক, চমন আরা, হাসনা হেনা, ময়না বেগম, লুবনা ইয়াসমিন, সুলতানা রহমান, কাওসারী জাহান মঞ্জু, কাকলী খান, পুতুল, পারভীন বেগম, আনোয়ারা বেগম, কনা আক্তার জাহান, শাহানা, সোনিয়া খান, শিখা বেগম, জামিলা বেগম, হোসেন আরা, রুবিনা বেগম প্রমুখ।

৩০ নং ওয়ার্ড বিএনপি: ৩০ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা বাদ মাগরিব অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদস্য কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, আলী আক্কাস, ছাত্রদল সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইস্তি, আমিন মোল্লা বোয়িং।

সালাহউদ্দিন মোল্লা বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া, সওগাতুল ইসলাম সগীর, তৌহিদুর রহমান তৌহিদ, মেহেদী হাসান লিটন, রইসউদ্দিন হিরা, আব্দুল জলিল, ছগীর, মাহবুব, হাফিজুল্লাহ মোল্লা, মফিজুর রহমান মফিজ, চুন্নু, মাসুম, ইব্রাহিম প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!