খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

যশোরে প্রথম দিনে করোনা টিকা নিয়েছে ২৪ হাজার শিশু শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাশ।

সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট শরাফত হোসেন মুন্না, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান, ডাক্তার অর্ণব, সৌরভ, সুইনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা। শিশুদের কোলাহলে টিকাদান কর্মসূচি মুহূর্তেই উৎসবে রূপ নেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম ডোজের এ টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। যশোর সদর উপজেলার ২৫৫ টি স্কুলের ৫ থেকে ১১ বছর বয়সী প্রত্যেক শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে। যদি কেউ বাদ পড়ে তাহলে পাশের স্কুলের ক্যাম্পেইন থেকে টিকা গ্রহণ করতে পারবে। যারা টিকার আওতায় আসছে তারা প্রত্যেকেই সনদ পাবে। নির্দিষ্ট বয়সের চেয়ে একদিন বেশি হলে সে এই কর্মসূচির আওতায় পড়বে না।
সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ৭৮ হাজার ৯৮৬ জন শিশু শিক্ষার্থীকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, মঙ্গলবার জেলার আট উপজেলায় ২৪ হাজার ৬৮ জন শিক্ষার্থী ফাইজারের টিকা গ্রহণ করেছে। যাদের মধ্যে ছেলে শিশু ১২ হাজার ৪০১ ও কন্যা শিশু ১১ হাজার ৬৬৭ রয়েছে।

শিশুদের এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েবপোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রথম দিন অভয়নগর উপজেলায় ১ হাজার ৭১৩, বাঘারপাড়ায় ২ হাজার ৯০৫, চৌগাছায় ৪৭৮, সদরে ৫ হাজার ৬২৯, ঝিকরগাছায় ৩ হাজার ১১০, কেশবপুরে ১ হাজার ৮৬০, মণিরামপুরে ৬ হাজার ৪১০ ও শার্শায় ১ হাজার ৯৬৩ শিশু টিকা গ্রহণ করে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!