সাতক্ষীরায় র্যাবের অভিযানে চিংড়িতে অপর দ্রব্য পুশের অভিযোগে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার (১১ অক্টোবর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ও আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের সমন্বয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাকালীন চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ও মৎস্য পন্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রন)বিধি মালা ১৯৯৭ এর বিধি ৪(৪) মোতাবেক মোঃ অহিদুল ইসলামকে বিশ হাজার, কালিপদ সাহাকে দশ হাজার এবং মোজাফ্ফার হোসেনকে দশ হাজার টাকা করে সর্বমোট চল্লিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত ১২৫ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।
অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক ভাবে সেচ্ছায় পরিশোধ করে। যা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।