Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আসসালামু আলাইকা

মোঃ মামুন হোসেন

দূর আরবের মরুর বুকে
ফুটলে হয়ে তুমি ফুল,
সেই ফুলের গন্ধে পাগল
সারা জাহান কূল।

জানায় সালাম জ্বীন-পরি
খোদা ও ফেরেস্তা লয় সালাম!
তোমায় পেয়ে ধন্য যে
লওহে পাক কালাম।

উঠল জেগে খুশিতে মশগুল
পাপী তাপি সব,
তোমার আগমনের খুশির ঘ্রানে
নেই কোনো পরাভব!

আসলে হয়ে আধারের বাতি
যখন সব ডুবেছিলো,
জ্বাহেলীর সব বাতিল হল
তোমায় যারা পেয়েছিলো।

হেসেছিলো চাঁদ তারারা
হেসেছে মানবকূল,
চিনতে যে করেনি কো
বনের পশুরা ভুল।

তুমি মোদের শ্রেষ্ঠ নবী
হে পিয়ারা রাসূল!
তোমারই উম্মত হয়ে
জানায় আবেদন আকুল।

আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ!
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ!

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন