খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

পাইকগাছায় ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ব্যাটারী চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রইজ সরদার নামে ষাটোর্ধ্ব এক ভ্যানের যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওলী চারা বটতলা এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই বাহারুল আলম জানান, শুক্রবার দুপুরে তার ভাই ব্যাটারী চালিত ভ্যানযোগে চাঁদখালী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে তারা চককাওলীর চারা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বাদশা গাজী নামে এক ভাড়ার মোটরসাইকেল চালক বেপরোয়া গতিতে ভ্যানের সামনাসামনি ধাক্কা দেয়। এ সময় তার ভাই রইজ সরদার (৬০) গুরুতর আহত হয়।

এরপর স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সর্বশেষ শুক্রবার বেলা ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রইজ সরদারের মৃত্যু হয়।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে তিনি শুনেছেন। তবে ওই ব্যাপারে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে সুষ্ঠ তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!