ডুমুরিয়ায় মোটরসাইকেল ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছে এক মোটরসাইকেল চালক। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর (দাসপাড়া) গ্রামের পরিতোষ দাসের ছেলে গৌর দাস (৩৫)।
আহত গৌর দাসের বড় ভাই গোবিন্দ দাস জানায়, তার ছোট ভাই চুকনগর বাজারের মোটরসাইকেল চালক।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ২জন যাত্রী চুকনগর মোটরসাইকেল ষ্ট্যান্ডে এসে সাতক্ষীরা জেলার তালা উপজেলার নেহালপুরে যাওয়ার জন্য ২শ টাকায় ভাড়া করে তার ভাইকে নিয়ে যায়। নেহালপুর গ্রামে যাওয়ার পথে ফাঁকা জায়গা দেখে মোটরসাইকেল চলন্ত অবস্থায় এক যাত্রী পিছন থেকে তার গলায় ছুরি দিয়ে পোচ মারে। এসময় চালক গৌর সহ ২যাত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালানোর সময় চালক গৌর দাস তাদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে রেখে চলে যায়। এসময় পথচারীরা মোটরসাইকেল চালককে রাস্তার উপর পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
এঘটনায় তারা মামলা করবেন বলে জানান। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানায়, বিষয়টি আমাকে জানানো হয়েছে এবং গুরুত্ব সহকারে আমি এটি দেখছি।