খুলনার পাইকগাছায় সুবোধ চন্দ্র বাছাড় (৫৪) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার লস্কর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। যদিও পরিবারের দাবি মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তার আত্মহননের কারণ হিসেবে অসুস্থতার কথা লিখেছেন তিনি।
পুলিশ ও মৃতের ছোটভাই দিপংকর বাছাড় জানান, তার ভাই অসুস্থ ছিলেন। সর্বশেষ রোববার রাতে তার মেঝ দাদা (ভাই) রাতের খাওয়া শেষ করে অন্যান্য দিনের ন্যায় নিজ ঘরেই ঘুমাতে যান। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার দাদা না ওঠায় দেরি দেখে তিনি সহ পরিবারের লোকজন তাকে ডেকে কোন প্রকার সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দাদাকে ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে থাকতে দেখেন। এরপর ঘটনার ব্যাপারে পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও জানান, মৃত্যুর আগে তার দাদা অসুস্থতা কারণ উল্লেখ করে একটি চিরকুট লিখে গেছেন। তিনি লিখেছেন,আমি খুব অসুস্থ তাই আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নহে। এমনকি তার লাশের যেন ময়না তদন্ত না করা হয় সে ব্যাপারেও তিনি লিখে গেছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে চিরকুটের ব্যাপারে স্মরণ রেখে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
খুলনা গেজেট/ টি আই