খুলনা আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আওয়ামী লীগ যে কোন কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত। যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশ অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের নয়; বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে পরামর্শ দিয়েছেন সেটি আজ বিশ্ব নন্দিত হয়েছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এ শপথ গ্রহণ করতে হবে।
শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী এবং শারদীয় দূর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানার সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মোহাম্মদ ফারুক আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজি, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, মুক্তিযোদ্ধা স. ম. রেজওয়ান, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, মো. তরিকুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর শেখ সামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মো. আব্দুস সালাম, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর পারভিন আক্তার, রনজিত কুমার ঘোষ, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল প্রমূখ।
বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আয়োজনে ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় আনন্দ মিছিল, কেককাটা ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই দিন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ অনুরূপ কর্মসূচী পালন করবে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম।
খুলনা গেজেট/ টি আই