খুলনার পাইকগাছায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ কারাখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতে উপজেলার চাঁদখালীতে গড়ে ওঠা ৫টি অবৈধ কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে এক মাসের মধ্যে ওই সকল কয়লা তৈরীর সকল সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন চাঁদখালী কয়রা প্রধান সড়কের পশ্চিম পাশেই অবাধে গড়ে উঠেছে কয়লা তৈরীর অবৈধ কারখানা। এসকল কারখানায় কাঠ পুড়িয়ে তৈরী করা হয় কয়লা। যা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
এর আগে, অবৈধ এ সকল কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা নিয়ে বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে নড়ে চড়ে বসে প্রশাসন। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর খুলনা ও স্থানীয় প্রশাসন বুধবার সকালে কয়লার কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করলেও কারখানার চুল্লি জলন্ত থাকায় অভিযান পরিচালনা কার্যক্রম ব্যাহত হয়। এর পর পাশ্ববর্তী আশাশুনি থেকে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে জলন্ত চুল্লি নিভিয়ে ফায়ার সার্ভিস কর্মী ও অন্যান্য শ্রমিকদের দিয়ে ওই সকল অবৈধ চুল্লি ভেঙ্গে দেওয়া হয়। একই সাথে আগামী ১ মাসের মধ্যে কারখানার সকল সরঞ্জম সহ সবকিছু সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ, পরিদর্শক মারুফ বিল্লাহ, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,
পেশকার ইব্রাহীম ও আনসার সদস্য রাকিবসহ অন্যান্যরা।