খুলনা, বাংলাদেশ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

শাওন হত্যার প্রতিবাদে শনিবার খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও শাসক দলীয় ক্যাডারদের হামলায় নারায়নগঞ্জ যুবদল কর্মী শাওন প্রধান নিহত এবং অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শনিবার (৩ সেপ্টেম্বর) খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত হবে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি।

এদিকে কর্মসূচি সফল করতে এক যৌথ প্রস্ততি সভা শুক্রবার দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম বাবু, শেখ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, আব্দুস সালাম, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিল্টন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, ফারুক হোসেন, মুজিবর রহমান, এনামুল হক, যুবদলের ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, কৃষক দলের আকতারুজ্জামান সজীব, মোল্লা কবির হোসেন, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ।

প্রস্ততি সভায় বক্তারা বলেন, ব্যর্থ অযোগ্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় সমাগত। পতন বুঝতে পেরে সরকার জুলুম নীপিড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে অত্যাচার নির্যাতন আরও বাড়বে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আঘাত আসলে পাল্টা আঘাতে জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে। হারিয়ে যাওয়া গণতন্ত্র, জনগনের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে আসন্ন লড়াইয়ে বিজয়ের কোন বিকল্প নেই।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!