খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল
  কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক জিয়া
  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

মঞ্জুরুল ইমামকে হত্যা করে খুলনায় বঙ্গবন্ধুর আদর্শকে রুদ্ধ করতে চেয়েছিল : মেয়র

নিজস্ব প্রতিবেদক

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, এ্যাড. মঞ্জুরুল ইমামকে হত্যা করে খুলনায় বঙ্গবন্ধুর আদর্শকে রুদ্ধ করতে চেয়েছিলো। বিএনপি-জামায়াত সর্বহারা নির্ভর হয়ে দেশ পরিচালনা করেছিলো। তাদের সাথে জনগণের কোন সমর্থন ছিলো না। তারা আওয়ামী লীগকে মেধাশূণ্য করতে সর্বহারা ও সাম্প্রদায়িক উগ্র জঙ্গীদের দিয়ে স্বাধীনতার স্বপক্ষের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীদের হত্যা করেছে। কুচক্রীরা আজ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের মানুষের এবং সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এরা দেশ বিরোধী, এদের শক্ত হাতে দমন করে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করে উন্নত বিশ্বে অবস্থান নিতে হবে।

তিনি আরো বলেন, এ্যাড. মঞ্জুরুল ইমাম আদর্শিক রাজনীতি করতেন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে তাকে কেউ টলাতে পারেনি। ধীরে ধীরে আদর্শের কর্মী কমে যাচ্ছে। সেজন্য আমাদের বঙ্গবন্ধুর আদর্শের কর্মী তৈরি করতে হবে।

বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সততার প্রতীক এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত স্বরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরিনা রহমান বিউটি, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. ফারুক হোসেন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুুদুর রহমান রাজেস। মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, অধ্যা. এ বি এম আদেল মুকুল, সমীর কৃষ্ণ হীরা, নুর জাহান রুমি, কাউন্সিলর কণিকা সাহা, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. আযম খান, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. সিহাব উদ্দিন, আফরোজা জেসমিন বিথী, নাসরিন আক্তার, ফেরদৌস আলম রীতা, শেখ মো. শামসুদ্দোহা বাঙালী, মো. শহীদুল হাসান, মো. শফিকুল ইসলাম মুন্না, মাহমুদুল হাসান শাওন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, রাহুল শাহরিয়ার, মো. চয়ন হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে এ্যাড. মঞ্জুরুল ইমামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!