খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল খানজাহান আলী নামের ষাটোর্ধ্ব এক ভিক্ষুকের। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কে উপজেলা সদরে চৌরঙ্গী মোড়ে শুভ সাইকেল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে উপজেলার উখড়া গ্রামের মৃত বাদল শেখের ছেলে ভিক্ষুক খানজাহান আলী (৬৫) সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল। এ সময় খুলনাগামী একটি বালু বোঝাই ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ওই বৃদ্ধ গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করতে আগ্রহী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকের সন্ধান এখনও পাওয়া যায়নি।
খুলনা গেজেট/ টি আই