নগরীতে আয়শা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নগরীর গল্লামারী মোহাম্মদ নগর আদিলউদ্দিন সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়শা আক্তার ওই এলাকার হাফিজুল শেখের স্ত্রী।
এলাকাসূত্রে জানা যায়, আয়শা আক্তার প্রতিবেশী আকবর হোসেনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। যা তার স্বামী গত মাসে অবগত হন। সোমবার (১৫ আগস্ট) রাতে বিষয়টি নিয়ে বাড়িতে আলোচনা ও শালিসী বৈঠক হয়। বিষয়টি জানাজানি হলে লোক লজ্জার ভয়ে তিনি নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক খুলনা গেজেটকে জানান, পারিবারিক কলহের কারণে আয়শা আক্তার আত্মহত্যা করেন। বিষয়টি জেনে সাথে সাথে পুলিশ ঘটনা স্থানে পৌছায়। লাশের সুরতহাল রির্পোট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়।