খুলনায় সড়ক দুর্ঘটনায় হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলা এলকায় এ দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসান অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের আকরাম শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল সোয়া ৮ টার দিকে বাদামতলা মোড়ের কাছে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল সামনের একটি মাইক্রোবাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। সামনে একটি বাস দেখে মোটরসাইকেল চালক গতি কমিয়ে দিলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
মোটরসাইকেল চালক ও আরোহী ট্রাকের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসি তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আহত একই উপজেলার শরীফুল মিনার ছেলে রিয়াজ (২৪) আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।