খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

দলে আদর্শবান নেতা-কর্মীর বড়ই অভাব : এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি

দলে আদর্শবান নেতা-কর্মীর বড়ই অভাব। অনেক লেবাসধারীরা আওয়ামী লীগে রয়েছে। অনেকেই আওয়ামী লীগ করেন, তবে ঘুরে দাঁড়ানোর নেতা-কর্মীদের দলে বড্ড অভাব। তবে দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি। তাই ঘরের পাহারাদার আগে ঠিক করতে হবে।

বুধবার (০৩ আগষ্ট) সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন খুলনা-৬ (পাইকগাছা কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

তিনি বলেন, নবীন ও প্রবীনের সমন্বয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন গুলোকে মজবুত করতে হবে। দলের মধ্যে অনেকে ঘাপটি মেরে আছে, যারা সুযোগ সন্ধানী। মূলত দলের নেতা হতে হলে আগে তাকে কর্মীবান্ধব হতে হবে। শত্রু অনেক থাকার চেয়ে একজন মিত্র থাকাই শ্রেয়।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলে রাজনৈতিকভাবে বিরোধীদল গুলোকে মোকাবেলা করা সম্ভব হবে। এসময় দলের সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

পৌর আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, এস এম রেজাউল হক। উপস্থিত ছিলেন, প্রভাষক আব্দুল ওহাব বাবুল, প্রভাষক মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর রাফেজা খানম, ওয়ার্ড আ’লীগের মধ্যে সুজন কুমার সানা, আঃ বারিক গাজী, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, শ্যামপদ মন্ডল, মোঃ আজিজ গোলদার, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, পৌর মহিলা লীগের শেখ জুলি, যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!