বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার অন্তর্গত খালিশপুর থানার ৭, ৮, ১১নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল ও সাধারণ সম্পাদক ফারুক হিলটন কমিটির অনুমোদন দিয়েছেন। আজ শনিবার (২৩ জুলাই) নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
ঘোষিত কমিটিগুলো হলো: ৭ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন কালামকে আহবায়ক, মোঃ নুরউদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মোঃ সাদ্দাম হোসেনকে সদস্য সচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
৮ নং ওয়ার্ডে মোঃ মুশফিকুর চৌধুরী জনি আহবায়ক, মোঃ খোকনকে যুগ্ম আহবায়ক ও মোঃ ফরিদ হোসেনকে সদস্য সচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
১১ নং ওয়ার্ডে মীর মোঃ আলামিনকে আহবায়ক, নাছির উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মোঃ সাইদুল ইসলাম তুহিনকে সদস্য সচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী নব্বই দিনের ভিতরে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সমূহের পূর্ণাঙ্গ কমিটি প্রদান করার জন্য সকল ওয়ার্ড ও ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটিকে নির্দেশ প্রদান করা হয়।